চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আজ। ছবি: স্টার

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। আগামী অক্টোবর মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন প্রধান অধ্যাপক মনির উদ্দিন।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর চাকসু নির্বাচন হয়নি। চাকসু নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া সৌভাগ্যের বিষয়। চাকসু নিয়ে কোনো লুকোচুরি হবে না। ওয়েবসাইটে চাকসু নির্বাচন কেন্দ্রীক সবকিছুই জানানো হবে।

এসময় সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা কামনা করেন তিনি।

কমিটির সদস্য সচিব অধ্যাপকএ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, খসড়া আচরণবিধি আজ অথবা কালকের মধ্যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচনী কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা হবে।

চাকসু নির্বাচনে আগামী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৪ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ, ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪–১৭, সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ, ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১২ অক্টোবর ভোটগ্রহণ।

বিশ্ববিদ্যালয়ের ১৪ টি হল, একটি হোস্টেল এবং ৫৪টি ডিপার্টমেন্টের ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৫২ জন।

চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মনির উদ্দিন। কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

সদস্য হিসেবে আছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক মু. আফর উল্লাহ তালুকদার, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক বেগম ইসমত আরা হক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক রুমানা আক্তার, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন।

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ছয়বার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today amid a new wave of hope and expectations for what is being seen as a turning point for campus democracy after a six-year hiatus.

1h ago