চাকসু নির্বাচন: ২০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ৪ জনের বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পাশাপাশি নামের ভুল ও বিভিন্ন শর্তপূরণ না করায় ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক এসব তথ্য জানান।
তিনি বলেন, 'নাম-আইডির তথ্যগত ভুল, ডোপ টেস্টের রিপোর্ট জমা না দেওয়া ইত্যাদি কারণে ৪ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া, ২০ জন প্রার্থী স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে আমরা এখনো ডোপ টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাইনি। চূড়ান্ত তালিকা প্রকাশের পরও যদি কারও রিপোর্ট পজিটিভ আসে, তার প্রার্থিতাও বাতিল করা হবে।'
আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১৫ ও ১৬ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে ক্লাস যথারীতি চলবে এবং শুধু ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে।
এর আগে, গতকাল প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৫ অক্টোবর করা হয়। আগামীকাল চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। চাকসু ও হল সংসদ মিলিয়ে এবার মনোনয়নপত্র জমা পড়েছে ৯৩১টি।
Comments