চাকসু নির্বাচনে ব্যালট পেপারে ভোটিং, ওএমআরে গণনা

চাকসু ভবন। ছবি: স্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে 'ব্যালট পেপার' ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে এবং অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) পদ্ধতি ব্যবহার করে ভোটগণনা হবে।

৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নানা উদ্যোগ হাতে নিয়ে চাকসু নির্বাচন কমিশন।

ভোটাররা ব্যালটে প্রার্থীদের নাম ও নম্বরের পাশে নির্ধারিত বৃত্ত পূরণ করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। স্বচ্ছতা নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা ১৪টি বড় এলইডি স্ক্রিনে। গোপন ভোটদান কেন্দ্রের ভেতরে ছাড়া বাকি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং জালভোট রোধে শিক্ষার্থীদের ছবি ভোটার তালিকায় যুক্ত করা হবে।

কঠোর গোপনীয়তায় নির্বাচন কমিশনের উপস্থিতিতে ব্যালট পেপার ছাপানো হবে। প্রতিটি ব্যালটে ২৪ সংখ্যার একটি নিরাপত্তা কোড ও ওএমআর মেশিন দ্বারা শনাক্তযোগ্য একটি অতিরিক্ত লুকানো কোড থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের চাকসুর ২৬টি পদের জন্য ৪১৫ জন এবং হল সংসদের ১৪টি পদের জন্য ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খসড়া ভোটার তালিকা অনুযায়ী, ভোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন—যার মধ্যে ১৬ হাজার ৮৪ জন পুরুষ ও ১১ হাজার ৩২৯ জন নারী।

পাঁচটি অনুষদে ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে ভোটগ্রহণ করা হবে। অনুষদের ডিনরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিভাগীয় প্রধানরা প্রিসাইডিং কর্মকর্তা থাকবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, 'সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা আশা করছি। ভোটার ও প্রার্থী উভয়ের মধ্যেই দৃশ্যমান উৎসাহ রয়েছে। পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ১৪টি এলইডি স্ক্রিনে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সপ্তম চাকসু নির্বাচন। ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এরপর পরপরই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago