চার্লি চ্যাপলিন সেজে প্রচারণায় প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চলছে শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এর মধ্যে চার্লি চ্যাপলিন সেজে মূকাভিনয় করে প্রচারণা চালিয়ে সবার নজর কেড়েছেন নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উলফাতুর রহমান রাকিব।
তিনি কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকিব প্রচলিত লিফলেট বিতরণ বা পোস্টার–ব্যানারের বাইরে গিয়ে বেছে নিয়েছেন নীরব মূকাভিনয়ের পথ। প্রখ্যাত ব্রিটিশ কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের বিখ্যাত পোশাকে সেজে তিনি আজ রোববার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া ও ঝুপড়িগুলোতে শিক্ষার্থীদের সামনে মূকাভিনয় করেন।
তার এই অভিনয় প্রচারণা ক্যাম্পাসে বেশ সাড়া ফেলেছে। অনেক শিক্ষার্থী থেমে দেখছেন, ভিডিও করছেন, আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তার পারফর্ম্যান্সের ভিডিও। এতে প্রচারণাও বাড়ছে দ্রুত গতিতে।
রাকিব বলেন, বর্তমান সময়ে আমাদের ক্যাম্পাসে অধিকাংশ শিক্ষার্থীর পরীক্ষা চলছে। তাই শিক্ষার্থীদের বিরক্ত না করে অন্য কোনো উপায়ে প্রচারণা চালানো যায় কি না, সেই চিন্তা করেই এই অভিনব পথ বেছে নেওয়া।
তিনি বলেন, সৃজনশীল ও ইতিবাচক প্রচারের একটি মাধ্যম হিসেবে মূকাভিনয়কে বেছে নিয়েছি। এর আগে আমি রাজশাহীর লোকনাট্য গম্ভীরাকে প্রাধান্য দিয়ে প্রচারণা করেছি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
শিক্ষার্থীরা বলছেন, রাকিবের এই প্রচার অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা ও সৃজনশীল।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী গিয়াস উদ্দিন রক্সি বলেন, নির্বাচনে এমন প্রচার আগে কখনও দেখিনি। এটা সত্যিই ব্যতিক্রমী এবং ইতিবাচক বার্তা দেয়। নির্বাচনকে ঘিরে এসব ব্যতিক্রম প্রচারণাগুলো আমরা দারুণভাবে উপভোগ করছি।
৩৫ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। নির্বাচনী প্রচারণার শেষ দিনগুলোতে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে নানা অভিনব উদ্যোগ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সূত্র মতে, চাকসু ও হল সংসদে চূড়ান্ত প্রার্থী আছেন ৯০৮ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। হল সংসদের ১৪ পদের বিপরীতে ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে খসড়া ভোটার ২৭হাজার ৫১৫ জন। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
Comments