ভোটগ্রহণে ধীরগতি নিয়ে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের উদ্বেগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতি এবং অমোচনীয় কালি ব্যবহার না করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল 'সম্প্রীতির শিক্ষার্থী জোটে'র ভিপি (সভাপতি) প্রার্থী ইব্রাহীম রনি।
আজ বুধবার বেলা প্রায় ১১টায় আইটি অনুষদের ভোটকেন্দ্রে ভোট দেন রনি। এরপর তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা দেখছি, ভোট ধীরে চলছে। সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুনেছি, এখন পর্যন্ত মাত্র কিছু ভোট পড়েছে।'
এই প্রার্থী বলেন, তার প্যানেল ভোট জালিয়াতি রোধে অমোচনীয় কালি ব্যবহারের দাবি জানিয়েছিল। তিনি অভিযোগ করেন, ভোটে ব্যবহৃত কালি সহজেই মুছে ফেলা যাচ্ছে।
'আমি কেবল ভোট দিয়ে বের হলাম। আমার হাত দেখুন, কালি মুছে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার ১৫ দিন পর্যন্ত স্থায়ী কালি ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা ১৫ মিনিটও টেকেনি,' বলেন তিনি।
'যদি কালি মুছে যায়, তবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। ২৮ হাজার শিক্ষার্থী এই প্রশ্ন তুলবেন,' আরও বলেন তিনি।
রনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে দ্রুত এই সমস্যা সমাধানের পদক্ষেপ নিতে আহ্বান জানান।
তিনি বলেন, প্রশাসন নির্বাচনের পুরো প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করলেই তার প্যানেল ফল মেনে নেবে।
Comments