চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য রিহার্সাল: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার। আজ বুধবার সকাল ৯টা থেকে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য রিহার্সাল হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, এটি শিক্ষার্থীদের নির্বাচন, তারা এটি অধীর আগ্রহে ছিল। নির্বাচনী প্রচারণা চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। কারও পথে বাধা আসেনি। আচরণবিধি মেনে তারা নির্বাচনের জন্য বন্ধুসুলভ পরিবেশ বজায় রেখেছে।
'যেকোনো নির্বাচনের জন্য অবাধ, সুষ্ঠু ও অনুকূল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতি শিক্ষার্থীদেরই পাওয়া উচিত,' বলেন উপাচার্য।
ডাকসুর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিকল্প ব্যবস্থা তৈরি করেছি: উপ-উপাচার্য
উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ভোট গণনার জন্য ওএমআর প্রযুক্তি ব্যবহার করা হবে, যেন কোনো সময় নষ্ট না হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি যদি জানতে চান, আমরা ডাকসু নির্বাচন শতভাগ অনুসরণ করেছি কি না- না, আমরা তা করিনি। তবে আমরা তাদের অভিজ্ঞতা থেকে শিখেছি এবং তারা যে সমস্যার মুখোমুখি হয়েছিল তা সমাধানের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করেছি।
Comments