বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে ভোলা

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে ভোলা জেলা এগিয়ে আছে। এই শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৪,৮৭১ জনের মধ্যে পাস করেছে ৮৫,০১৪ জন। মোট পাসের হার ৮৯.৬১ জন। অন্যদিকে ভোলায় পাসের হার সর্বোচ্চ ৯২.৫১ শতাংশ। এখানে মোট ৮,৩৪৫ জন পরিক্ষার্থীর মধ্যে ৮,২১৯ জনই পাস করেছে।

অন্যদিকে সংখ্যার দিক থেকে এই বোর্ডে সর্বোচ্চ পাস করেছে বরিশাল জেলায়। বরিশালে মোট ৩২,৬৬৬ জনের মধ্যে পাস ৩২,২১৫ জন।

পাসের হারে ভোলার পরেই পিরোজপুরে পাসের হার ৯১.৮৩ শতাংশ, বরগুনায় পাসের হার ৯০.৭৩ শতাংশ, বরিশালে পাসের হার ৯০.৫৪ শতাংশ, ঝালকাঠিতে পাসের হার ৮৬.৯৩ শতাংশ ও পটুয়াখালীতে পাসের হার ৮৪.২৩ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, এবার মোট পাসের হার ও জিপিএ-৫ এর হার অন্যান্য বছরের তুলনায় একটু বেড়েছে।

Comments

The Daily Star  | English

'If we are not safe, our enemies cannot be safe here either'

Mahfuj Alam says foreign assets manufactured consent for attacking Hadi

1h ago