এসএসসির ফল জানা যাবে যেভাবে

এসএসসি রেজাল্ট ২০২৫
স্টার ফাইল ফটো

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে।

ঢাকা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ফলাফল পেতে, পরীক্ষার্থীদের লিখতে হবে—SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বছর। এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

যেমন ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে—SSC Dha 12345 2025। তারপর ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।

এছাড়া শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে পারবে। প্রতিষ্ঠানের সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হয়েছে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

2h ago