এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের সামনে পরিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। ছবিটি আজ সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা। ছবি: রাশেদ সুমন

সারাদেশে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং শেষ হবে ১টায়।

বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা এবং ১৫ থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা আন্তঃশিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।

আজ মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গেছে।

এবারের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।

এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা চলাকালে, পরীক্ষা শুরুর আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশেপাশের ফটোকপি মেশিন বন্ধ থাকবে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

1h ago