এইচএসসি-সমমান: শূন্য পাস ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে

এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য।
গত বছরের তুলনায় এই সংখ্যা তিনগুণেরও বেশি। ২০২৪ সালের পরীক্ষায় ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ছিল শূন্য।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির বলেছেন, 'যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য, সেগুলোকে একাডেমিক পর্যালোচনার জন্য চিহ্নিত করা হয়। তারা যদি উন্নতি করতে না পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে মান পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাদের একাডেমিক স্বীকৃতি বাতিল করা হতে পারে।'
এ বছর, ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। এর মধ্যে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।
এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।
এ বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন পুরুষ ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন নারী শিক্ষার্থী।
সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়নি।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৫৭ শতাংশ।
Comments