এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৫ অক্টোবর

প্রতীকী ছবি

আগামী ১৫ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ অক্টোবর সকাল ১১টার দিকে ফলাফল প্রকাশ করা হবে।

এ বছরের ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে করা হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাতিল হওয়া ছয়টি পরীক্ষার নম্বর দেওয়া হয়েছে।

যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পূর্ণ নম্বরের ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় ভয়াবহ সহিংসতার কারণে ৩০ জুন থেকে শুরু হওয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষা ব্যাহত হয়। বাকি পরীক্ষা স্থগিত করা হয় এবং হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১১ সেপ্টেম্বর থেকে পুণরায় পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করে।

তবে, কিছু এইচএসসি পরীক্ষার্থীর প্রতিবাদের মুখে গত ২০ আগস্ট বাকি পরীক্ষা বাতিল করা হয়।

নয়টি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

5h ago