কাল সব বোর্ডের এসএসসি-সমমানের পরীক্ষা স্থগিত

এসএসসি পরীক্ষা স্থগিত
এসএসসি পরীক্ষার্থী। ছবি: ফাইল ফটো

আগামীকাল সোমবার দেশের সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ রোববার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, 'যেহেতু ঐচ্ছিক বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নে অনুষ্ঠিত হয় সেহেতু আগামীকাল সব বোর্ডের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

ঘূর্ণিঝড় মোখার কারণে গতকাল চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

‘90% of garment workers dress modestly; have we told them to wear burqas?’

Jamaat chief proposes 5-hour workday for mothers if elected to show ‘extra respect’

2h ago