ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারে মৃত্যু বেড়ে ৩২

ম্যাক্সার স্যাটেলাইটে ধরা পড়েছে রাখাইনের রাজধানী সিটুয়ের উপকূলীয় এলাকার ভূমিধসের চিত্র। ছবি: রয়টার্স

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা জানান, এ সংখ্যা আরও বাড়তে পারে। 

বিবিসি জানায়, গত রোববার প্রায় ২০৯ কিলোমিটার গতিতে চলতি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে অন্যতম মোখা দেশটির রাখাইন রাজ্যের উপকূলে আঘাত হানে এবং ব্যাপক ভূমিধস ঘটায়।

ঘূর্ণিঝড়ে মারা যাওয়া সবাই রাখাইনের নিচু উপকূলীয় এলাকা ও মধ্য মিয়ানমারের ম্যাগওয়ে বিভাগের বাসিন্দা। মোখার তাণ্ডবে এসব অঞ্চলের শত শত ঘরবাড়ি গুঁড়িয়ে গেছে।

অসমর্থিত সূত্র জানায়, রাখাইনে রোহিঙ্গা শিবিরগুলোতে মৃতের সংখ্যা অনেক বেশি। তবে ধারণা করা হচ্ছে, ২০২১ সালে অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা হতাহতের এই সংখ্যা গণনায় ধরছে না।

গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রাখাইনের রাজধানী সিটুয়ের বেশিরভাগ রাস্তাঘাট এখনো বন্ধ হয়ে আছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago