দাবির মুখে পেছালো শাকসু নির্বাচন, শিগগিরই পুনঃতফসিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ফাইল ছবি

শিক্ষার্থীদের দাবির মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ ১৭ ডিসেম্বর থেকে পিছিয়ে ২০ জানুয়ারি করা হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

শাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, 'দুয়েকদিনের মধ্যেই নতুন তারিখ অনুযায়ী পুনঃতফসিল ঘোষণা করা হবে।'

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৪টি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এ সব সংগঠন দাবি করে, নির্বাচনের আগে ও পরে দীর্ঘ ছুটি থাকায় ভোটারদের অংশগ্রহণ অপর্যাপ্ত হবে।

এর আগে গত ১৪ নভেম্বর শিক্ষার্থী অসন্তোষের মধ্যেই নির্বাচনের জন্য ১৭ ডিসেম্বর দিন ঘোষণা করেন শাবিপ্রবি উপাচার্য। একই সাথে ২১ ডিসেম্বর থেকে নির্ধারিত শীতকালীন ছুটি পিছিয়ে দেওয়া হয়। পরে ১৬ নভেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

পরে শিক্ষার্থীদের দাবির মুখে শীতকালীন ছুটি আবারও আগের সময়সীমায় বহাল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

Comments