গণ বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র সংসদ নির্বাচন

ছবি: স্টার

সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৩টা পর্যন্ত।

নির্বাচনে ১৯টি কেন্দ্রের ১৯টি বুথে নারী-পুরুষ ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটগণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, গকসু নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক তদারকিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছে ৩৫০ জন নিরাপত্তা সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

তিনি বলেন, 'বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক মাত্র আমরাই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে থাকি। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব বেড়িয়ে আসবে। নির্বাচনকে ঘিরে আমরা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছি।'

বিবিএ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সাকিব হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে। আশা করছি আমাদের ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেড়িয়ে আসবে।'

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী তৃষা আক্তার এ্যানি বলেন, 'বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন হয়। অনেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নিয়ম মেনেই এখানে নির্বাচন হচ্ছে।'

তিনি বলেন, 'আসলে অনুভূতিটা অনেক ভালো। শিক্ষক ও বড় ভাই-বোনেরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে অনেক সহানুভূতিশীল। সত্যিই খুব ভালো লাগছে।'

প্রায় সাত বছর পর গকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও অনুষদ সংসদ দুইটি ভাগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ১১টি কেন্দ্রীয় সংসদের পদে ৪৬ জন ও অনুষদের পদে ২১ জনসহ মোট ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ভোট ৪ হাজার ৭৬১ জন।

দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩টায় ভোটগ্রহণ শেষে ভোট গণনা হবে। আমাদের আন্তরিকতার কমতি নেই। কোনো রাজনৈতিক প্রভাব নেই। কেউ নিয়ম লঙ্ঘন করলে শোকজ করা হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৩-৪ ঘণ্টার মধ্যে গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা যাবে আশা করি।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago