‘ডা. জাফরুল্লাহ সমাজের রোগ সারাতেও কাজ করেছেন’

গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, জাফরুল্লাহ চৌধুরী ব্যক্তিগত মালিকানা বিশ্বাস করতেন না। তিনি সামাজিক মালিকানা বিশ্বাস করতেন। 

তিনি বলেন, 'তাই জাফরুল্লাহ চৌধুরী যতগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সবই সামাজিক মালিকানার। তার কোনো প্রতিষ্ঠানই ব্যক্তিগত নয় পারিবারিক নয়।'

ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, 'ডা. জাফরুল্লাহ চৌধুরী  ছিলেন অসাধারণ, অদ্বিতীয় ও অসম্ভবকে সম্ভব করার মতো ব্যক্তিত্বের একজন আজীবনের যোদ্ধা। তিনি দেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের একজন হতে পারতেন। কিন্তু তিনি শুধু মানুষের শরীরের রোগ নয় সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন। দেশের দরিদ্র মানুষের উন্নয়ন করে বৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছিলেন।' ​​​

আজ সোমবার সকালে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণ বিশ্ববিদ্যালয় এ স্মরণসভার আয়োজন করে।

সভায় ড. আসিফ নজরুল বলেন, 'আমার জীবনের আইডল জাফরুল্লাহ চৌধুরী। আমি কোনোদিন কাউকে এ কথা বলিনি। আজ বললাম। সত্যিই আমার জীবনের আইডল উনি। আমরা ভাবতাম উনি হয়ত বেশিদিন বাঁচবেন না। আমরা ভয়ে থাকতাম। কারণ উনি অসুস্থ ছিলেন। কিন্তু আমরা ভুল ছিলাম কারণ উনি এখনো অনেকের চেয়ে তীব্রভাবে বেঁচে আছেন, তার কাজের মধ্য দিয়ে তার কর্মের মধ্যে দিয়ে তিনি বেঁচে আছেন।'

'কারণ তিনি ক্রিয়েটিভ ছিলেন, তিনি প্রতিবাদী ছিলেন। তিনি যেভাবে প্রতিবাদ করতেন সমাজের কেউ তা করতেন না। এত জটিলতার মাঝেও তিনি প্রতিবাদ করে গেছেন,' যোগ করেন তিনি।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন স্মরণসভায় সভাপতিত্ব করেন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

17h ago