বাংলাদেশের স্পিনের এবার কিছুটা জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দুই ম্যাচের মতোই উইকেট মন্থর-টার্নিং। বাংলাদেশ আরও একজন বাড়তি স্পিনার নিয়ে শুরুতেই চেপে ধরল ওয়েস্ট ইন্ডিজকে। আভাস মিলছিল আগের দুই ম্যাচের পরিস্থিতিরই। তবে এবার কেসি কার্টি আর নিকোলাস পুরান প্রতিরোধে কিছুটা ভদ্রস্থ অবস্থায় যাচ্ছে স্বাগতিকদের স্কোর।

গায়ানায় শনিবার শেষ ওয়ানডেতেও টস জিতে নেয় বাংলাদেশ। অনুমিতভাবে বোলিং বেছে ১৬ রানেই তুলে নেয় ক্যারিবিয়ানদের ৩ উইকেট।

একাদশে আসা তাইজুল ইসলামই পান প্রথম দুই উইকেট। ব্র্যান্ডন কিংকে বোল্ড করে দেয়ার পর শেই হোপকে স্টাম্পিং করেন তিনি। শারমাহ ব্রোকস ফেরেন মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে।

এরপর কার্টির সঙ্গে ৬৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন পুরান। ২৭তম ওভারে নাসুম আহমেদের বলে মিডঅনে ক্যাচ দিয়ে থামেন কার্টি। ৬৬ বলে ২ চার, ১ ছক্কায় ৩৩ করেন এই ডানহাতি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১০৮ রান। পুরান অপরাজিত আছেন ৪৯ রানে। 

Comments

The Daily Star  | English
Taka vs us dollar in Bangladesh

US dollar rises against taka

The American greenback was sold for as high as Tk 122.75 today, up from a high of Tk 122.30 last week

48m ago