মুশফিকের শততম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের হয়ে একশ টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলকটা স্পর্শ করতে পারতেন আগের ম্যাচেই। অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলা হয়নি তার। তবে দ্বিতীয় ম্যাচে ফিরেছেন দেশের অন্যতম সেরা এ ক্রিকেটার। তার শততম টি-টোয়েন্টি ম্যাচের দিনে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ দল।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার সিরিজের শেষ মেচটি শুরু হবে বেলা ৩টায়।

দেশের হয়ে শততম ম্যাচ খেলায় মুশফিককে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টসের আগে তার হাতে বিশেষ স্মারক তুলে দেন দলের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একশ ম্যাচ খেলছেন মুশফিক। এর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে একশ ম্যাচ খেলেছেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এদিন ১১৫তম ম্যাচ খেলতে নেমেছেন অধিনায়ক।

মুশফিক ফেরায় স্বাভাবিকভাবেই পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। বাদ পড়েছেন আগের ম্যাচেই অভিষেক হওয়া ইয়াসির আলী রাব্বির। বাদ পড়ার গুঞ্জন থাকলেও টিকে গেছেন মোহাম্মদ নাঈম শেখ। এ সংস্করণে গত বছর দেশের হয়ে সর্বোচ্চ রান করলেও তার স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচনাই হয়েছে। বিপিএলেও ছিলেন ছন্দহীন।

অন্যদিকে সিরিজে ফেরার ম্যাচে দুটি পরিবর্তন এনেছে আফগানিস্তানও। ইনজুরির কারণে বাদ পড়েছেন মুজিব উর রহমান। এছাড়া কায়েস আহমেদকেও বাদ দিয়েছে তারা। তাদের জায়গায় দলে ঢুকেছেন শরাফউদ্দিন আশরাফ ও উসমান গনি। 

এদিনও উইকেটে ঘাস থাকা সত্ত্বেও স্পিনারদের উপর ভরসা করেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনে আছেন নাসুম আহমেদের সঙ্গে আছেন দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান। একাদশে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। জায়গা হয়নি তাসকিন আহমেদের। 

বাংলাদেশ: লিটন দাস, মুনিম শাহরিয়ার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, দাওরিস রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, শরাফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকি ও উসমান গনি।

Comments

The Daily Star  | English
Dhaka city urban development problems

Dhaka on a perilous path: Lax rules, weak oversight fuel unplanned expansion

Near-unregulated vertical expansion put immense pressure on utilities and infrastructure, worsened traffic congestion, compromised fire safety

15h ago