জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানেই মূল্যায়ন: শিক্ষামন্ত্রী

jsc.jpg
স্টার ফাইল ছবি

এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। জেএসসি-জেডিসি পরীক্ষা যেহেতু হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর এইচএসসি পরীক্ষা শেষ করার পরে জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় হাতে থাকবে না। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
Aminul Islam Bulbul new BCB president

Bulbul 'agrees' to take over BCB president's post

Aminul Islam Bulbul is coming to the Bangladesh Cricket Board as its president, the former national team captain himself confirmed to The Daily Star.

1h ago