২ বছরের বেশি সময় পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী রেলসেবা

স্টার ফাইল ফটো

করোনা মহামারির কারণে ২ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামী ২৯ মে থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে পুনরায় যাত্রীবাহী রেল চলাচল শুরু হতে যাচ্ছে।

এ ছাড়া, তৃতীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস আগামী ১ জুন থেকে চলাচল শুরু করতে পারে। সপ্তাহে ৪ দিন ঢাকা ও পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির (এনজেপি) মধ্যে এই ট্রেন চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের (বিআর) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্ভবত আগামী রোববার বা সোমবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর তারিখ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

২০২০ সালের মার্চ মাসে রেলসেবা স্থগিত হওয়ার আগে মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা রুটে এবং বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা রুটে চলাচল করত।

গত বছরের ২৬ মার্চ মিতালী এক্সপ্রেস উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। এই রেল চলাচলে চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ ব্যবহার করা হবে।

৫৫ বছর পর ২০২০ সালের ডিসেম্বরে চিলাহাটি-হলদিবাড়ি রুটের মাধ্যমে ২ দেশের মধ্যে পুনরায় রেল চলাচল শুরু হয়।

Comments

The Daily Star  | English

Jamaat chief collapses twice, continues to speak

He continued addressing the rally while seated on the stage

16m ago