ভাই চ্যালেঞ্জারকে মনে করে এখনো কাঁদেন মনিরা মিঠু

মনিরা মিঠু। স্টার ফাইল ছবি

২০ বছরে ধরে অভিনয় করছেন মনিরা মিঠু। টেলিভিশন নাটক ছাড়াও চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনয় জীবন শুরু হয়েছিল নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে এক আলাপচারিতায় নানা বিষয়ে কথা বলেছেন মনিরা মিঠু।

দুই দশক ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন, এখনকার টিভি নাটকের মান নিয়ে আপনার মন্তব্য কী?

বাজেটের তুলনায় প্রচুর ভালো নাটক হচ্ছে। নাটকের সবচেয়ে বড় সমস্যা বাজেট। সবকিছুর বাজেট বাড়লেও নাটকের বাজেট বাড়েনি। তবুও একজন পরিচালক ও শিল্পী শুধু ভালোবাসার জন্য কষ্ট করে হলেও নাটকে কাজ করেন। আমাদের শিল্পীরা অভিনয়কে খুবই ভালোবাসেন। ভালো বাজেট পেলে আমাদের টিভি নাটক আরও অনেক ভালো হবে।

নতুন শিল্পীদের জন্য ওটিটি কতটা সুযোগ সৃষ্টি করতে পারছে?

ওটিটি আসার পর অনেক অভিনেতা-অভিনেত্রী চমৎকার অভিনয় দক্ষতা দেখাতে পারছেন। যারা নাটকে প্রতিভা দেখাতে পারেননি, তারা ওটিটিতে দেখাচ্ছেন। ওটিটিতে ভালো বাজেট থাকে। পরিচালক ভালো গল্প বলতে পারেন। নতুনরাও সুযোগ পাচ্ছেন। এই মাধ্যমটি অভিনয়শিল্পীদের জন্য সুযোগ সৃষ্টি করছে।

নানারকম চরিত্রে অভিনয় করেছেন। তবুও কোন চরিত্রটি না করতে পারার জন্য আফসোস করেন?

মাঝে মাঝে আমি রিয়ালাইজ করি। তা হচ্ছে- আমি যদি পুরুষ শিল্পী হতাম তাহলে ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করতে পারতাম। ট্রাক, ড্রাইভার, রিকশাচালক, কুখ্যাত সন্ত্রাসী… এসব চরিত্রে তো অভিনয় করা সম্ভব নয় নারী হয়ে। পুরুষ শিল্পী হলে সম্ভব হত। প্রায়ই আফসোস হয় পুরুষ শিল্পীদের ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখে।

প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার আপনার বড় ভাই, তাকে কতটা মিস করেন?

চ্যালেঞ্জার ভাইকে প্রতিদিন মিস করি। খুব বেশি দিন তিনি অভিনয় করতে পারেননি। মাত্র ৬ বছর অভিনয় করেছেন। ৬ বছরে অনেক নাটক ও সিনেমাতে অভিনয় করে গেছেন। এখনো অনেক শিল্পীরা তার কথা বলেন। অনেক পরিচালক তার কথা বলেন। অনেক দর্শকও তার কথা বলেন। মানুষের ভালোবাসা পেয়েছেন ভীষণভাবে। ভাইয়ের কথা কখনো ভুলতে পারব না। তার কথা মনে পড়লে কান্না পায়।

হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয় শুরু, তাকে কীভাবে মূল্যায়ন করবেন?

হুমায়ূন আহমদকে মূল্যায়ন করা কঠিন। তিনি অনেক বড় মাপের মানুষ। এটুকু বলতে পারি- তাক খুব মনে পড়ে। আমি বই পড়া শিখেছি হুমায়ূন আহমেদের লেখা পড়ে এবং বড় হয়েছি তার বই পড়ে। আবার অভিনয়ে এসেছি তার হাত ধরে। তাকে মূল্যায়ন করা সহজ কথা নয়। তারপরও বলব- এদেশে পাঠক সৃষ্টিতে তার অবদান সবসময় মনে রাখবেন মানুষ।

Comments

The Daily Star  | English

Yunus begins meeting political leaders to discuss pressing issues

Yunus is scheduled to hold another meeting with leaders of different Islamist parties after this

33m ago