নেত্রকোণায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব

কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী হিমু উৎসবের সূচনা। ছবি: সংগৃহীত

কথার যাদুকর হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন পালন করেছে নেত্রকোণার হিমু পাঠক আড্ডা। আজ রোববার সকাল ১১টায় সংগঠনের কার্যালয় সাতপাই থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।

হিমু-রূপার সাজে নানা বয়সের মানুষ শোভাযাত্রায় অংশ নেন। হুমায়ূন আহমেদের নাটক-সিনেমায় ব্যবহৃত গানে নেচে-গেয়ে শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শোভাযাত্রার হিমু-রূপাদের বরণ করে নেন শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে। সেখানে সংগঠনের সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী হিমু উৎসবের সূচনা করেন তিনি।

শোভাযাত্রায় পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ও বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। 

সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে হিমু উৎসবে বেগম রোকেয়াকে সম্মাননা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আলপনা বেগমের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

মুখ্য আলোচক হিসেবে ছিলেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আফজাল রহমান। পরে হুমায়ূন আহমেদের নাটক-সিনেমায় ব্যবহৃত বাউল রশিদ উদ্দিন, উকিল মুন্সী, শাহ আব্দুল করিমের গান ও নৃত্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

জন্মদিনে আজ লেখকের জন্মস্থান মোহনগঞ্জে নানাবাড়ি শেখ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া, লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত বিদ্যাপিঠে কেক কাটা হয়।

Comments

The Daily Star  | English

Tarique Rahman thanks all concerned for dignified farewell of Khaleda Zia

Expresses gratitude to CA, state agencies, foreign missions, security forces, journalists

20m ago