হলিউড সিনেমা বন্ধ করে ‘হাওয়া’র শো বাড়ল

হাওয়া সিনেমার একটি দৃশ্যে নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জে জয় সিনেমাস 'হাওয়া' সিনেমার বেশি শো চলায় 'হলিউডের থর: লাভ অ্যান্ড থান্ডার' সিনেমার শো বন্ধ করেছে হল কর্তৃপক্ষ।

জয় সিনেমাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা হাওয়া সিনেমার ৩টা স্পেশাল শো বাড়িয়ে দিয়েছি আমাদের থ্রিডি হলে। তাই 'থর: লাভ অ্যান্ড থান্ডার' সিনেমাটা আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত থর সিনেমাটা বন্ধ থাকবে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমাটি গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে। অনেক মাল্টিপ্লেক্সে সিনেমাটি আগামী ৪ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ২৬ট  শো চলছে।

'হাওয়া' সিনেমায় অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ অনেকে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

11h ago