বিশ্বের হ্যান্ডসাম পুরুষের তালিকার শীর্ষে বিটিএসের ভি

বিটিএস সদস্য ভি। ছবি: সংগৃহীত

জনপ্রিয় টেকনো স্পোর্টস ম্যাগাজিন ২০২২ সালের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় রবার্ট প্যাটিনসন এবং হৃত্বিক রোশনকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছেন কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য ভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলিউড লাইফ বলছে, সম্প্রতি প্যারিসে গ্রীষ্মকালীন রানওয়ে শোতে উপস্থিত হয়ে আলোচনায় আছেন ভি। সেখানে তিনি ব্ল্যাকপিঙ্কখ্যাত লিসা এবং জনপ্রিয় অভিনেতা পার্ক বো-গামের সঙ্গে গ্র্যান্ড ইভেন্টে উপস্থিত ছিলেন। ভি সেখানে কালো শার্ট এবং কালো চামড়ার প্যান্টের সঙ্গে লাল চামড়ার জ্যাকেট পরে আলোচনার শীর্ষে ছিলেন।

সাম্প্রতিক ইভেন্টগুলো পর্যালোচনা করে টেকনো স্পোর্টস ম্যাগাজিন ২০২২ সালের হ্যান্ডসাম পুরুষের ওই তালিকা প্রকাশ করেছে। প্রথম স্থান দখল করে বিটিএসের ভি তালিকার শীর্ষে আছেন। রবার্ট প্যাটিনসন তৃতীয় স্থানে এবং বলিউড অভিনেতা হৃত্বিক রোশন চতুর্থ স্থানে আছেন। উল্লেখ্য, প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যামও এই তালিকায় জায়গা করে নিয়েছেন এবং তার স্থান পঞ্চম।

বিটিএসের ভি এবং রবার্ট প্যাটিনসন ছাড়াও অভিনেতা টম ক্রুজকে বিশ্বের অন্যতম হ্যান্ডসাম পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

July revolution did not seek to overturn constitution: Chief Justice

Outgoing CJ Refaat says movement aimed to purify constitutional engagement

41m ago