মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর দায়ে বিটিএসের সুগাকে জরিমানা

মদ্যপ অবস্থায় স্কুটার চালিয়ে পুলিশের কাছে ধরা পড়ার পর থানায় জিজ্ঞাসাবাদের জন্য এসেছেন সুগা। ফাইল ছবি: রয়টার্স (আগস্ট, ২০২৪)
মদ্যপ অবস্থায় স্কুটার চালিয়ে পুলিশের কাছে ধরা পড়ার পর থানায় জিজ্ঞাসাবাদের জন্য এসেছেন সুগা। ফাইল ছবি: রয়টার্স (আগস্ট, ২০২৪)

মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর দায়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে সাড়ে ১১ হাজার ডলার (দেড় কোটি ওন) জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার আদালত।

গত আগস্টে বাড়ির কাছেই এক রাস্তায় স্কুটার নিয়ে প্রায়-অচেতন অবস্থায় পড়ে ছিলেন সুগা। সেখান থেকে তার উঠে দাঁড়ানোর চেষ্টা দেখেই সন্দেহ করেন পুলিশ সদস্যরা। রক্ত পরীক্ষার পর তার শরীরে অ্যালকোহল শনাক্ত হয়।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিউলের একটি জেলা আদালত তাকে এই অপরাধে জরিমানা করে। আদালত তার ড্রাইভিং লাইসেন্সও বাতিল করে।

আগস্টে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ক্ষমা চান সুগা। তিনি বলেন, মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানো নিষেধ, এটা তার মাথায় ছিল না।

এ ঘটনার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার স্বীকার হন এই র‍্যাপার।

থানায় ঢুকছেন বিটিএসের সুগা। ফাইল ছবি: রয়টার্স
থানায় ঢুকছেন বিটিএসের সুগা। ফাইল ছবি: রয়টার্স

এমন কী, অনেকে তাকে বিটিএস ছেড়ে যাওয়ারও আহ্বান জানান। পপ তারকাদের কাছ থেকে সাধারণত এ ধরনের অনিয়ন্ত্রিত আচরণ প্রত্যাশা করে না দক্ষিণ কোরিয়ায় মানুষ। তবে এ সময় সুগার অনেক ভক্ত তাকে সমর্থন জানিয়ে পাশে থেকেছেন।

৩১ বছর বয়সী এই কে-পপ তারকা দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। তবে নিয়মিত দায়িত্বের জন্য তিনি শারীরিকভাবে অনুপযুক্ত প্রমাণ হওয়ায় বাহিনীর সামাজিক সেবা এজেন্ট হিসেবে কাজ করছেন সুগা।

 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

29m ago