শিগগির সেনাবাহিনীতে যোগ দেবেন বিটিএসের সুগা

কে-পপ, সুগা, বিটিএস, দক্ষিণ কোরিয়া, বিগহিট মিউজিক,
বিটিএস সদস্য সুগা। ছবি: সংগৃহীত

কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য সুগা খুব শিগগির বাধ্যতামূলক সামরিক সেবার জন্য সেনাবাহিনীতে‍ যোগ দেবেন।

বিটিএসের এজেন্সি বিগহিট এন্টারটেইনমেন্ট বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

সুগা একজন র‌্যাপার, প্রযোজক এবং গীতিকার। তিনি সম্প্রতি বিভিন্ন দেশে পারফর্ম করে বিশ্ব সফর শেষ করেন।

বিগহিট মিউজিক জানিয়েছে, সুগা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, শিগগির তিনি তার বাধ্যতামূলক সেবা শুরু করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, সুগার সামরিক সেবা শেষ করা ও নিরাপদে ফিরে আসা পর্যন্ত তার প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে।

সুগা হবেন তৃতীয় বিটিএস সদস্য যিনি সামরিক সেবায় যোগ দেবেন। এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জিন এবং এ বছরের এপ্রিলে জে-হোপ সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবা শুরু করেন। সুগার পরে আরএম যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago