ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি-আমেরিকান বেহনাজের মনোনয়ন

যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক বেহনাজ কিবরিয়া।

গত ১৬ জানুয়ারি হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ঘোষণায় বলা হয়, প্রেসিডেন্ট ওবামা বাংলাদেশে জন্মগ্রহণকারী বেহনাজ কিবরিয়াকে ট্রেড পলিসি অ্যান্ড নেগোশিয়েশন উপদেষ্টা কমিটির একজন সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

বেহনাজের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করবে মার্কিন সিনেট।

বর্তমানে বেহনাজ ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ অফিসের ডিপুটি চিফ অব স্টাফ হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং জর্জ ওয়াশিংটন ইউনির্ভাসিটি ল কলেজ থেকে জুরিস ডক্টর ডিগ্রি লাভ করেছেন।

ঢাকায় জন্ম নেওয়া বেহনাজ ভার্জিনিয়ায় স্বামী ও দুই মেয়ের সঙ্গে বসবাস করেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

36m ago