সংসদ ভবনের পাশের রাস্তায় গাছ ভেঙে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আজ সকালে জাতীয় সংসদ ভবনের পাশের রাস্তায় মোটরসাইকেল আরোহীর ওপর গাছ ভেঙে পড়ে। ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশের লেক রোডে গাছের নিচে চাপা পড়ে এক জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকাল ৯টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসেন জানান, নিহতের নাম মুজাহিদুর রহমান (৩৫)। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, মিরপুরের বাসিন্দা মুজাহিদুর বাসা থেকে তোপখানা রোডে তার কর্মস্থলে যাওয়ার সময় মাথার ওপর গাছটি ভেঙে পড়ে। তিনি মেডিকেল যন্ত্রপাতির ব্যবসা করতেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Former president Hamid airport CCTV footage

The story of Hamid’s exit

Security footage obtained and analysed by The Daily Star shows that Hamid's car reached the barrier gate of the VIP terminal at 12:46am on May 8

12h ago