সাব্বির-নায়লার বিজ্ঞাপন বন্ধ করতে বলেছে ক্রিকেট বোর্ড

ক্রিকেটার সাব্বির রহমান। ছবিটি সাব্বিরের ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা।
ক্রিকেটার সাব্বির রহমান। ছবিটি সাব্বিরের ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর টেস্ট তারকা সাব্বির রহমানের একটি টিভি বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধ করতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গত আগস্ট থেকে বিজ্ঞাপনটি টিভিতে সম্প্রচার করা হচ্ছে। সাব্বিরের অসাধারণ ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের সম্ভাবনা তৈরি হওয়ার পর বিষয়টি নতুন করে সামনে আসে।

বিজ্ঞাপনটিতে সাব্বিরকে একটি বাড়ির ভেতর অস্কার নামের একটি নন-অ্যালকোহলিক মল্ট ড্রিংক পান করতে দেখা যাচ্ছে। এ সময় পুলিশের পোশাকে একজন নারী মডেল তাকে খুঁজে বের করে।

বিজ্ঞাপনে, হ্যান্ডকাফ লাগিয়ে আটক করার আগে ২৪ বছরের সাব্বির বলেন, “ব্যাপারটা যখন অস্কার, একটু প্রাইভেসি দরকার।”

নাম প্রকাশ না করার শর্তে ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, “বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির সাথে এটা যায়না।”

অনলাইনেও বিজ্ঞাপনটির ব্যাপক সমালোচনা করা হয়েছে। বিশেষ করে স্তন ক্যান্সার নিয়ে সম্প্রতি ৩৪ বছর বয়সী নায়লা নাইমের একটি বিজ্ঞাপনের সমালোচকরা এখানে সরব হয়েছেন। সচেতনতামূলক ওই বিজ্ঞাপনে যৌন সুড়সুড়ি থাকার অভিযোগ রয়েছে।

রাহাত খান নামের একজন ফেসবুক ব্যবহারকারী বলেন, “খুবই বাজে ব্যাপার! আমি অবাক হয়েছি নায়লা নাইমের সাথে যৌন ইঙ্গিতপূর্ণ একটি বিজ্ঞাপনে সাব্বির কেন অভিনয় করেছে!”

রক তারকাদের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বাংলাদেশের ক্রিকেটারদের লাখ লাখ ভক্ত রয়েছে। নুডুলস থেকে মোবাইল ফোন সব কিছুর বিজ্ঞাপনেই তাদের ব্যাপক চাহিদা রয়েছে।

ক্যারিয়ারের প্রথম টেস্টে অপরাজিত ৬৪ রান করে প্রথম আলোচনায় আসেন সাব্বির। এই ম্যাচে একটুর জন্য ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ।

তবে এ ব্যাপারে সাব্বির বা নায়লা নাইমের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

1h ago