হুমায়ুন আহমেদের ‘আজ রবিবার’ এবার স্টার প্লাসে

হুমায়ুন আহমেদ
হুমায়ুন আহমেদ। ছবি: সংগৃহীত

ভারতীয় চ্যানেল স্টার প্লাসে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’ প্রচারিত হবে।

নাটকটি, যার নাম বদলে রাখা হয়েছে ‘টুডে ইজ সানডে,’ হিন্দিতে ডাবিং করে প্রচার করা হবে। প্রমোশনাল ভিডিওতে নাটকের অভিনেত্রী এবং হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে দেখা গেছে। ১লা অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ১১টায় স্টার প্লাসে নাটকটি প্রচারিত হবে।

এই নাটকে অভিনয় করেছেন- শাওন, জাহিদ হাসান, আলি জাকের, আবুল খায়ের, আবুল হায়াত, সূবর্ণা মুস্তফা, শীলা আহমেদ এবং ফারুক আহমেদ। নাটকটি নতুন ভাবে স্টার প্লাসে প্রচারের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর অভিনেতা-অভিনেত্রীরা।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

A new standard or special treatment?

Debate erupts over court appearance of army officers

1h ago