ভারত-পাকিস্তান-বাংলাদেশ এক হয়ে যেতে পারে: হরিয়ানার মুখ্যমন্ত্রী

মনোহর লাল খাত্তার। ছবি: হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া

পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রীকরণের উদাহরণ টেনে ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে এক দেশ গড়া যেতে পারে বলে মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল হরিয়ানার গুরুগ্রামে ক্ষমতাসীন বিজেপির জাতীয় মাইনরিটি মোর্চার ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মনোহর লাল এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'পূর্ব ও পশ্চিম (জার্মানি) এক হয়ে যেতে পারলে ভারতের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের এক হয়ে যাওয়াও সম্ভব। এটাতো বেশি দিন আগের ঘটনা নয়, মানুষ বার্লিন প্রাচীর ভেঙে ফেলেছে।'

১৯৪৭ সালের ভারতভাগকে 'দুঃখজনক' হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, 'এই বিভাজন ধর্মবিশ্বাসের ভিত্তিতে ঘটেছিল।'

তার মতে, সে সময় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের 'সংখ্যালঘু' তকমা দেওয়া হয়েছিল যাতে তাদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীতা তৈরি না হয়।

ভারতীয় জাতীয় কংগ্রেসের দিকে ইঙ্গিত করে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, সেই পুরনো দলটি সংখ্যালঘুদের মধ্যে আরএসএসের ভয় দেখিয়ে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টি করছে।

'কিন্তু, মানুষ কংগ্রেসের মতাদর্শ এখন বুঝতে পেরেছে,' বলে মন্তব্য করেন তিনি।

'ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায়' উল্লেখ করে মনোহর লাল খাত্তার বলেন, 'স্বাধীনতার পর থেকে কংগ্রেস সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। বিজেপির লক্ষ্য হচ্ছে সবার সঙ্গে থাকা ও সবার উন্নয়ন।'

Comments

The Daily Star  | English
govt employees punishment rule

Govt employees can now be punished for infractions within 14 working days

Law ministry issues ordinance amending the Public Service Act, 2018

4h ago