কক্সবাজারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একজনের নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল গফুর (৫০) কোনার পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, 'জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন আব্দুল গফুর। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।'

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের ইটের ঢিল ও লাঠির আঘাতে আব্দুল গফুর (৫০) ঘটনাস্থলেই মারা যায়।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago