জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

নিহত মজিদুল ইসলাম (৩২) ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার আবেদ আলীর ছেলে।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিদুলের মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে মজিদুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয়রা মজিদুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে গতকাল ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

2h ago