বেনাপোলে ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

আশানুজ্জামান বাবলু

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলুকে (৪৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে।

নিহত আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং ৭ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।

সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আজ বুধবার ভোররাত ১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা দ্য ডেইলি স্টারকে জানান, নিহত বাবলু বালুন্ডা বাজারে বাড়ির সামনে চায়ের দোকানে গল্প করার সময় একদল দুর্বৃত্ত মোটর সাইকেলে এসে প্রথমে ৪/৫টি বোমা নিক্ষেপ করে।

তারা আরও জানান, বোমার শব্দে আশপাশের মানুষ পালিয়ে গেলে তারা বাবলুকে গলা কেটে হত্যা করে। ঘটনায় পর থেকে এলাকায় চরম আতংক বিরাজ করছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'কে বা কারা আশানুজ্জামান বাবলুকে হত্যা করেছে তা এখনি বলা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আজ সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

সেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

1h ago