রংপুরে ৬১ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

রংপুরের ২ ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে মজুত ৬১ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

রংপুরের ২ ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে মজুত ৬১ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ওই ২ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল সংলগ্ন জে পাল কোম্পানি ও এসএস ট্রেডার্সের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

রংপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

আফসানা পারভীন জানান, সরকারিভাবে খোলা সয়াবিন তেল ১৮০ টাকা লিটার বিক্রির নির্দেশনা দেওয়া হলেও জে পাল কোম্পানির মালিক বিশ্বজিৎ পাল পাইকারিতে লিটার প্রতি ১৮৩ টাকা দরে বিক্রি করেছে। এ ছাড়া, এসএস ট্রেডার্স কোনো বিক্রির রসিদ দেখাতে পারেনি। অতিরিক্ত দামে তেল বিক্রির কারণে খুচরা পর্যায়ে সাধারণ ভোক্তাদের কাছে তেলের দাম ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জে পাল কোম্পানির গোডাউনে ১ হাজার ৬০০ লিটার সয়াবিন এবং ৯ হাজার ১০০ লিটার পাম ও সুপার তেল এবং এসএস ট্রেডার্সের গোডাউনে ১৩ হাজার লিটার সয়াবিন ও ৩৭ হাজার লিটার পামওয়েলহ প্রায় ৬১ হাজার লিটার তেল মজুত পাওয়া যায়।

পরে ওই দুই প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া, মজুত করা তেল ন্যায্য মূল্যে বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

আফসানা পারভীন জানান, সয়াবিন তেল নিয়ে চলমান সংকটে গত কয়েকদিনে রংপুরের বিভিন্ন গোডাউন থেকে প্রায় ৭৪ হাজার লিটার তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। মজুত তেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Comments

The Daily Star  | English

ICT may accept Badruddin Umar's testimony as evidence

As key witness, Umar had given statement to the IO, prosecution says

1h ago