রমনা বটমূলে বোমা হামলা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা। ছবি: সংগৃহীত

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এই দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর রহমানকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Debt, disease and weak fry cripple export-oriented shrimp sector

Once Bangladesh’s second-largest export earner, the shrimp industry now teeters on the brink. The industry was considered the cornerstone of the coastal economy, sustaining millions of livelihoods. But disease, poor fry quality, illegal imports, and climate extremes have thrown the sector into crisis, threatening both farmers and hatchery owners alike.

10h ago