সোহেল চৌধুরী হত্যা মামলা: আশীষের আবেদন নাকচ, হাজতেই উন্নত চিকিৎসার নির্দেশ

আশিষ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আশিষ রায় চৌধুরীর উন্নত চিকিৎসা পাওয়ার আবেদন খারিজ করেছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

অভিযুক্ত আসামি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসা পাওয়ার আবেদন জানিয়েছিলেন। 

তবে ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে প্রচলিত নীতিমালা অনুযায়ী হাজতের ভেতরেই তার জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

আসামির আইনজীবীর আবেদনের বিপরীতে আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামি হৃদযন্ত্রের রোগসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন এবং এ কারণে তার উল্লেখিত প্রতিষ্ঠানে উন্নত চিকিৎসা প্রয়োজন। 

ট্রাইব্যুনালের পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটরকে কেস ডকেট ছাড়া বাদীর বক্তব্য রেকর্ডের উদ্যোগ নিতে অনুরোধ করা হয়।

ট্রাইব্যুনাল এই মামলার পরবর্তী শুনানির দিন হিসেবে ৩ জুলাই নির্ধারণ করেছেন। 

৫ এপ্রিল র‍্যাব আশিষ রায় চৌধুরীকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে। সে সময় ১৭ বোতল বিদেশি মদও জব্দ করা হয়। 

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকায় দুর্বৃত্তরা অভিনেতা সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে।

Comments

The Daily Star  | English

Malaysia opens labour recruitment to all eligible Bangladeshi agencies

Agencies must meet strict eligibility standards, including experience, adequate training facilities

1h ago