টাকা পরিশোধ না করায় টিকিট পাইনি, এটা মিথ্যা, গুজব: মহিউদ্দিন রনি

রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা, হয়রানির প্রতিবাদসহ ৬ দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনে ১৯ দিন ধরে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবিটি গতকাল রোববার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সুমন আলী/ স্টার

বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা, সহজ ডট কম কর্তৃকযাত্রী হয়রানির প্রতিবাদসহ ৬ দফা দাবিতে গত ১৮ দিন ধরে কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

মহিউদ্দিন রনি আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার এই অহিংস আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিভিন্ন মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।'

একটি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে রনি বলেন,' বলা হচ্ছে অনলাইনে সঠিক নিয়মে ট্রেনের টিকিট না কাটায় আমার টিকিট বাতিল হয়ে যায় এবং আমি নাকি  নির্ধারিত সময়ে টিকিটের মূল্য পরিশোধ করিনি। এটা সম্পূর্ণ ভুল তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রতিবেদন করানো হয়েছে। আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই টিকিট কাটার চেষ্টা করেছি। আমি যদি ভুল করে থাকি তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের ২ লাখ টাকা জরিমানা করতো না।'

রনির দাবি, রেল কর্তৃপক্ষ নিজেরা কেউ তার সঙ্গে কথা না বলে অন্য মানুষকে দিয়ে তার সঙ্গে কথা বলাচ্ছেন।

রেলওয়ের অনিয়ম নিয়ে কমলাপুর রেলস্টেশনে ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান। ছবিটি আজ কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সুমন আলী/ স্টার

তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে দাবি করে রনি বলেন,'অনেকই আমাকে এসে বলছেন তোমার কী চাই বলো? তোমাকে তা দেওয়া হবে। তবে আমি বলেছি যে আমার ৬ দফা দাবি বাস্তবায়ন চাই। আর কিছু চাই না।'

বিভিন্ন হয়রানি কথা জানিয়ে রনি বলেন, 'দূর থেকে আমার উপর ডিম ছুড়ে মারা হয়েছে। আগে আমাকে প্লাটফর্মের ভেতরে যেতে দিত না। গত ৪-৫ দিন ধরে স্টেশনের সীমানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।'

একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারো আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না বলে জানান রনি।

আজ বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। একজন নিরাপত্তা কর্মী মাইক দিয়ে টিকিট ছাড়া কাউকে প্রবেশ না করাসহ রেলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন কথা বলছেন।

রনির দাবিগুলোর বিষয়ে রেলের সবশেষে আপডেট জানতে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'রনি রেলের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন। আমি এ বিষয়ে আর কিছু বলব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।'

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিরসনে রেলের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারকে গত ১৯ জুলাই ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছেন মহিউদ্দিন রনি।

গত ৭ জুলাই থেকে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ৬ দফা দাবি আদায়ে আন্দোলন করছেন তিনি।

তার দাবিগুলো হলো-

১. টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে।

২. যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।

৩. অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

৪. যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৫. ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে।

৬. ট্রেনে ন্যায্য দামে খাবার, বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

রনির ৬ দফার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, নোয়াখালী, শরীয়তপুর, জামালপুরসহ বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

One-third of local private banks keep NPLs below 10%

Seventeen lenders keep healthier balance sheets amid rising industry bad loans through disciplined lending, close monitoring and strong governance

8h ago