ত্রিশালে ট্রাকচাপায় আহত সাংবাদিক হাসপাতালে মারা গেছেন

মৃত সাংবাদিক মাহমুদুল হাসান রতন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় আহত এক সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত মাহমুদুল হাসান রতন (৩২) উপজেলার বাগান হাইত্যানিকান্দা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি ঢাকা প্রতিদিনের ত্রিশাল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গতকাল রাত ১০টার দিকে ত্রিশালের চেলেরঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রতন রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।'

ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক আব্দুর রশিদকে (৪২) আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে রতনের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Osman Hadi air ambulance to Singapore for treatment

Air ambulance carrying Hadi departs Dhaka for Singapore

Critically injured Dhaka-8 aspirant set for Singapore treatment after emergency government decision

2h ago