মুগদায় ভূমিকম্পে দেয়াল ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের দেয়াল ধসে মো. মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে মুগদার মদিনাবাগে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি এই তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার এক কর্মকর্তা।

তিনি বলেন, মুগদার মদিনাবাগে একটি নির্মাণাধীন ভবনে দায়িত্ব পালন করছিলেন মাকসুদ। ভূমিকম্পের সময় তিনি দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

এ নিয়ে ঢাকায় ভূমিকম্পে চারজনের মৃত্যু হয়েছে।

পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), কাপড় ব্যবসায়ী আবদুর রহিম (৪১) ও তার ছেলে আবুল আজিজ রেমন (১২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। যাদের অধিকাংশই পাশের দোকান থেকে গরুর মাংস কিনতে ভিড় করেছিলেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার ঘোষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এএসআই জাকারিয়া হোসেন নয়নের বরাতে ফায়ার সার্ভিস জানায়, কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ থেকে ইট ও পলেস্তারা খসে নিচে পড়ে। যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ডেইলি স্টারকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।

তিনি আরও বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়। 

রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

13h ago