লালমনিরহাটে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটে ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিনিময় পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ (১২) লালমনিরহাট শহরের পশ্চিম হাড়িভাঙ্গা এলাকার রাজু মিয়ার ছেলে। সে পশ্চিম হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহ বাইসাইকেলে করে শহর থেকে মাদ্রাসায় যাচ্ছিল। বুড়িমারী স্থলবন্দর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক পেছন দিকে ওই বাইসাইকেল ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার ওপর পড়ে যায় এবং ট্রাকের চাকায় চাপা পড়ে মারা যায়।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি ওমর ফারুক।

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

12h ago