রামপুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রইস উদ্দিন (৪৬) মারা যান।

হাতির ঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রামপুরা কাঁচাবাজারের পাশের রাস্তায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে পুলিশ মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায় এবং পরে তা মর্গে রাখা হয়।

এসআই আরও জানান, নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম রইস উদ্দিন বলে জানা গেছে। এতে তার বাড়ি নরসিংদী ও বর্তমানে ঠিকানা রাজধানীর বনশ্রী উল্লেখ করা আছে।

ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Citing security concerns, N'ganj-5 BNP candidate withdraws from election race

He was asked to withdraw over poor grassroots engagement, says city BNP convener

1h ago