রামপুরায় রাসেল মিয়া নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা

শেখ হাসিনা। ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকার রামপুরা এলাকায় ইন্ডি-রিলস প্রোডাকশনের মডেল কো-অর্ডিনেটর রাসেল মিয়া নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন-- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিল, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবির সাবেক অধিনায়ক হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান।

ঢাকা মহানগর হাকিম আফনান সুমির আদালতে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন ভুক্তভোগীর স্ত্রী শারমিন আক্তার।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা হিসেবে নথিভুক্ত করতে বলেন।

অভিযোগে বলা হয়, তার স্বামী গত ১৯ জুলাই দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারীদের সাথে অংশ নেন। সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশ কর্মকর্তাদের নির্দেশে পুলিশ সদস্যদের গুলিতে আহত হন তার স্বামী।

ঘটনার পরপরই আহত রাসেলকে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মামলাসহ শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে যার মধ্যে ২৮টি হত্যা মামলা, ৪টি মানবতা ও গণহত্যার এবং একটি অপহরণের অভিযোগে করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Pharmaceutical raw material import dependency Bangladesh

Heavy import reliance leaves pharma industry vulnerable

Despite success, Bangladesh's pharma industry hinges on imported raw materials

13h ago