রামপুরায় ৫ তলা ভবনের ছাদে আগুন লেগে ১ জনের মৃত্যু

ভবনের ছাদের টিন শেড ঘরে আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় একটি পাঁচতলা ভবনের ছাদে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে উলন রোডের ওই বাড়ির ছাদে টিন শেড ঘরে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ৮টা ৫০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিস এরশাদ শিকদার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল হাই জামালী বিপু (৪৫) মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার ভাই আবু সাইদ সোহাগ দাবি করেছেন।

জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago