সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডকে বার্ন ইউনিট ঘোষণা

চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড। ছবি: ছবি: সিফায়াত উল্লাহ/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দগ্ধ হয়েছেন। দগ্ধ রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থান সংকুলান হচ্ছে না। ফলে, গাইনি ওয়ার্ডকে বার্ন ইউনিট ঘোষণা করা হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান চমেকের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত।

তিনি জানান, বার্ন ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় গাইনি ওয়ার্ডকে (৩১ নম্বর) বার্ন ইউনিটে রূপান্তর করা হয়েছে। ২টি ওয়ার্ডে বর্তমানে মোট ৪৭ জন দগ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, গাইনি ওয়ার্ডের রোগীদের অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

গতকাল রাত সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৫ ঘণ্টা হয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের কনটেইনার ডিপোতে লাগা আগুন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩২ জন মরদেহ হাসপাতালগুলোতে এসেছে।

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

2h ago