চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ

স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এক শ্রমিকের ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেটের আগুনে গুদামে আগুন ধরে যায় ও শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

যারা দগ্ধ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন গুদামের মালিক মাহবুবুর রহমান (৪৫)। অন্যান্যরা হলেন— মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ লিটন (২৮), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ কাফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭) এবং মোহাম্মদ সালেহ (৩৩)।

দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. এস খালেদ বলেন, শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক।

তাদের শরীরের ২০ শতাংশ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মীরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, গুদামে ৩০০ টিরও বেশি গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। 

Comments