হাটহাজারীতে ভাড়া বাসায় প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসা থেকে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. আলী আকবর (৩৮) রাউজান উপজেলার ফতেহনগর গ্রামের বাসিন্দা ছিলেন। চার মাস আগে তিনি দেশে ফেরেন।
শুক্রবার গভীর রাতে হাটহাজারী পৌরসভার কামালপাড়া এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রবাসী আকবর তার স্ত্রীর সঙ্গে হাটহাজারীতে থাকতেন।
নিহতের স্ত্রী রেহানা আক্তারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাতে রেহানা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ফোন করার পরও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় আকবরের মরদেহ দেখতে পান।
পরে রাত সাড়ে ১০টার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিস ডেইলি স্টারকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জাহিদুর রহমান বলেন, 'ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।'


Comments