টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদাও মারা গেছেন

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার বিকেলে টঙ্গী সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড গুদামে অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হন।
ওই ঘটনায় দগ্ধ আরেক ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ গতকাল মারা যান।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় ৪ ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হন। নুরুল হুদা ও শামীমকে ১০০ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সোমবার দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম জাতীয় দ্রব্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ হন।
চিকিৎসাধীন আরও একজন ফায়ার সার্ভিস কর্মীর অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।
Comments