নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ ২ পুলিশ, তদন্ত কমিটি

নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ২ কনস্টেবলের 'নিখোঁজের' ঘটনা তদন্তে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি।

গতকাল মঙ্গলবার এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি-সদর) আমির জাফর দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ঘটনার তদন্তে মঙ্গলবার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-সদর) শরিফুলের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'

'তদন্ত শেষ করে কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে,' যোগ করেন ডিসি।

'নিখোঁজ' ২ কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এর আগে ২ কনস্টেবল রাসেল চন্দ্র দে ও শাহ আলম ১৫ দিনের এক প্রশিক্ষণে অংশ নিতে আরও ৬ পুলিশ সদস্যের একটি দলের সঙ্গে নেদারল্যান্ডসে গিয়েছিলেন এবং পরে প্রশিক্ষণ শেষ করে ফিরে আসার আগের দিন গত ২২ মে থেকে 'নিখোঁজ' হন।

কয়েকদিন পর রাসেল অবশ্য তার দুবাই প্রবাসী ভাইকে ফোন করে জানান যে তিনি নেদারল্যান্ডসে আছেন এবং আর দেশে ফিরবেন না।

রাসেল ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। তাদের বাড়ি কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পলাইন্না কাটা গ্রামে এবং বাবা একজন ব্যবসায়ী।

রাসেলের সঙ্গে নেদারল্যান্ডসে 'নিখোঁজ' হওয়া আরেক কনস্টেবল শাহ আলমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বদ্দির খিল এলাকায়। তার বাবা পেশায় একজন রিকশাচালক এবং তার মা একজন গৃহকর্মী। তিনি ২০১৮ সালে পুলিশে যোগদান করে।

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

US tariff announcement opens new window for Bangladesh garment exports

Under the new policy, Bangladesh will face a 20 percent tariff

33m ago