৯৯৯ টাকায় ২ ঘণ্টায় পদ্মা সেতু ভ্রমণ

পদ্মা সেতু। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে পদ্মা সেতু প্যাকেজ ট্যুর। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার আগারগাঁওয়ে পর্যটন ভবন থেকে এই ভ্রমণে যাওয়া যাবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পর্যটন করপোরেশন জানায়, প্যাকেজের আওতায় ঢাকা-পদ্মা সেতু-ভাঙ্গা চত্বর-বঙ্গবন্ধু মানমন্দির ঘুরে অর্ধ দিবসে ঢাকায় ফিরে আসবেন পর্যটকরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ভ্রমণে পর্যটকরা দিনের আলোতে, সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

এই ট্যুরে ব্যবহার করা হবে পর্যটন করপোরেশনের নিজস্ব এসি মাইক্রোবাস। পর্যটন ভবন থেকে শ্যামলী, আসাদগেট, সাইন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে পর্যটকরা হানিফ ফ্লাইওভারে উঠবেন। আনুমানিক বিকেল সাড়ে ৫টায় পর্যটকরা পদ্মা সেতু অতিক্রম করবেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার জানান, 'প্রতি প্যাকেজে মোট ৫৬ জন করে ভ্রমণ করতে পারবেন। ইতিমধ্যে দুই সপ্তাহের টিকেটও বুকিং হয়ে গেছে।'

তিনি আরও বলেন, আগামীকাল উদ্বোধন উপলক্ষে টিকেটের মূল্য ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পরবর্তীতে টিকেটের মূল্য বেড়ে ১২০০ টাকা হতে পারে।

 

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago